
ছবি: সংগৃহীত
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের একটি প্রধান স্তম্ভ— এই বিশ্বাস থেকে সংবাদমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণের একটি উদ্যোগ নিতে চলেছেন এএফপির ফ্যাক্ট-চেক এডিটর কদরুদ্দিন শিশির। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “স্বাধীন মিডিয়া যেমন গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তেমনি মিডিয়ার একাউন্টিবিলিটি নিশ্চিত করার জন্য মিডিয়াকে স্ক্রুটিনিতে রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ।”
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণমাধ্যম পর্যবেক্ষণের (মিডিয়া স্ক্রুটিনি) কাজটি কোনো সংগঠিত বা কাঠামোবদ্ধ উপায়ে পরিচালিত হয়নি। ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজে বহু বছর ধরে অনিয়মিতভাবে এ ধরনের কাজ করে এসেছেন। এবার সেই প্রচেষ্টাকে আরও গুছিয়ে এবং নিয়মিতভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘The Dissent’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে সাম্প্রতিক সময়ের পাশাপাশি অতীতের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়ার ভূমিকা বিশ্লেষণ ও অনুসন্ধান করা হবে। একই সঙ্গে প্রতিদিনের সংবাদপ্রবাহে বিভিন্ন মিডিয়ার রিপোর্টিংয়ের ধরন ও দায়িত্বশীলতা নিয়েও নজরদারি চালানো হবে।
এই কাজে পাঠকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন কদরুদ্দিন শিশির। তিনি জানান, কোনো মিডিয়ার (দেশি বা বিদেশি) প্রতিবেদন পাঠকদের কাছে বিভ্রান্তিকর, পক্ষপাতদুষ্ট, বিভাজনমূলক বা সন্দেহজনক মনে হলে, সেটি ‘The Dissent’-এর ইনবক্সে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিবেদন যাচাই, অনুসন্ধান ও বিশ্লেষণ করা হবে এবং যদি পেশাদার সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিংয়ের মানদণ্ডে সেটি সমস্যাযুক্ত বলে প্রতীয়মান হয়, তাহলে তা পেশাদারিত্ব বজায় রেখে উপস্থাপন করা হবে।
এম.কে.