
কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন মোড়ে ড্রেনের উপর বাড়ী, দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির দিনে পানি চলাচলে প্রতিবন্ধকতাসহ ড্রেনের ময়লা বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে নানা রকম সমস্যার সৃষ্টি হওয়ায় এসব স্থাপনা সরাতে কুড়িগ্রাম পৌরসভা অভিযান পরিচালনা করে।
সোমবার (১৯ মে) দুপুরের পর কুড়িগ্রাম বৈশ্যপাড়ায় ড্রেনের উপরের প্রতিবন্ধকতা সরাতে যায় কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান সহ কর্মচারীরা। এসময় তারা স্থানীয় দখলকারীদের দ্বারা বাঁধার সম্মুখীন হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, দখলকারী ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কারীরা যতই শক্তিশালী হোক আমরা পৌরবাসীকে সেবা দেবার জন্য প্রতিবন্ধকতা অপসারণ করবো।
এ বিষয়ে ঐ এলাকার বাসিন্দা নগেন্দ্র নাথ বলেন, ড্রেন বন্ধ থাকার কারনে আমাদের বাড়ীতে একহাঁটু পানি জমে। বাচ্চাদের পেটের অসুখ ছাড়েনা। আমরা ভীষন কষ্টে আছি। বৈশ্যপাড়ার রীতা রানি বলেন, রান্না ঘরে ময়লা পানি ঢোকে, পেঁজা পর্যন্ত করতে পারিনা, গান ঘিন ঘিন করে।
জাহিদ নামে আর একজন বলেন, প্রভাবশালী জায়গা দখল করে রেলওয়ের জায়গা সহ ড্রেনের উপর দোকানঘর তৈরী করে এখন ভাংতে বাঁধা দিচ্ছে। আমরা চাই ড্রেনের উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ হোক।
রাজু