
ছবি: সংগৃহীত
‘নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ, কি আপত্তিকর বক্তব্য! আবার কেউ কেউ স্লোগান দিচ্ছে অমুকের বাংলাদেশ, তমুকের বাংলাদেশে এই সেই নাই’, বলে মন্তব্য করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টকশো অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, ‘এই যে বিষয়গুলো হচ্ছে বা মির্জা কাদের আর মির্জা আলমগীর একসাথে মিলে একটা স্লোগান তৈরি করল, এই অনৈক্য বা বিভেদের এই বাস্তবতা সেই পুরনো বিদ্বেষের রাজনীতি, এটা দুর্ভাগ্যজনক।’
এছাড়া, ‘রাজনৈতিক দল সব বিষয়ে একমত হওয়ার কোনো প্রয়োজন নাই’ উল্লেখ করে তিনি বলেন, ‘যেমন সংস্কারের বিষয়ে সবাই কেন একমত হবে? আর ডেমোক্রেসিটা কি? আপনি একদিনে সংস্কার করে ডেমোক্রেসির চূড়ান্ত জায়গায়, সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় যেতে পারবেন না। ডেমোক্রেসি নিয়মিত মানে দিনে দিনে প্রাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়, শুদ্ধ হয় একটা ভালো জায়গায় যায়।’
সূত্র: https://www.facebook.com/share/v/1CFJXQRMBC/
রাকিব