ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা: ‘স্বাধীনতার ঘোষণা’ প্রসঙ্গে আমান আযমী

প্রকাশিত: ০৫:১১, ২০ মে ২০২৫; আপডেট: ০৫:১২, ২০ মে ২০২৫

‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা: ‘স্বাধীনতার ঘোষণা’ প্রসঙ্গে আমান আযমী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুকে ‘প্রসঙ্গ: স্বাধীনতার রূপকার’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করে তিনি আরও লেখেন, “একজন প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, ২৫শে মার্চ পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ শুরু করার অনেক আগেই সকল বেতার ও টেলিফোন ভবন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে শেখ সাহেব চাইলেও ‘স্বাধীনতার ঘোষণা’ চট্টগ্রামে পাঠানো সম্ভব ছিল না।”

আমান আযমী আরও লেখেন, ‘আরো হাস্যকর ব্যাপার হলো, ২৫শে মার্চ রাতে শেখ সাহেব কি করে জানতেন যে তৎকালীন মেজর জিয়া, ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক, উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ করেছেন? সুতরাং ‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা।’

এছাড়া, “২৬শে মার্চ ১৯৭১, তৎকালীন মেজর জিয়া (পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘স্বাধীনতার ঘোষণা’ দেন” উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগ দাবি করে শেখ সাহেব তারবার্তা পাঠিয়ে ঘোষণা দেয়ার নির্দেশ দেন, যার স্বপক্ষে কোনো শক্ত দলিল নেই। শেখ সাহেব জীবিত অবস্থায় এই দাবি করেছেন বলেও কোনো প্রমাণ নেই।

 

সূত্র: https://www.facebook.com/share/1AeYkyA5GK/

রাকিব

×