ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অনেক তো দেখে আসছি, দেশটাকে আর পেছনের দিকে নিতে চাই না: ইশরাক

প্রকাশিত: ১০:১৯, ২০ মে ২০২৫; আপডেট: ১০:২৪, ২০ মে ২০২৫

অনেক তো দেখে আসছি, দেশটাকে আর পেছনের দিকে নিতে চাই না: ইশরাক

ছ‌বি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন আন্দোলনরত নাগরিকদের প্রতি ভাষাগত শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আজ সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী ও তাদের দোসরদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। তবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি ক্ষোভ থাকলেও আমরা যেন কাউকে অসম্মানজনকভাবে কিছু না বলি।”

তিনি আরও লেখেন, “সমালোচনা অবশ্যই করব, ভুল ধরিয়ে দেব, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে সতর্ক করব—তবে তা যেন সবসময় শিষ্টাচারের মধ্যে থাকে।”

দেশকে পিছনে নেওয়ার পথ পরিহার করে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

ইশরাক বলেন, “নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ও বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে আমরা কঠোর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। কিন্তু আমাদের ভাষা ও আচরণ এমন হবে, যাতে শত্রুরাও সমালোচনা করতে না পারে।”

এএইচএ

×