ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: খুলনায় ৯ জন প্রতারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১৭:০৮, ২০ মে ২০২৫

নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: খুলনায় ৯ জন প্রতারক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

নৌবাহিনীতে নাবিক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে খুলনায় গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। সোমবার দিবাগত রাত পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার ‘সুইট প্যালেস’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের খপ্পরে পড়া ৩৮ জন চাকরি প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— চক্রের প্রধান শামীম ইসলাম (৪০), এবং তার সহযোগী আশিকুর রহমান (২১), শাকিল আহমেদ (২০), মো. আলহাজ্ব আলী (১৯), মো. নয়ন আলী (১৯), মো. মুস্তাকিম (১৯), ফরহাদ মণ্ডল (২১), মো. রিয়াজ ইসলাম (১৯) ও মো. আমিরুল ইসলাম (১৯)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিত। বিশ্বাস অর্জনের জন্য তারা নৌবাহিনীর স্টাইলে চোখ পরীক্ষা (কালার ব্লাইন্ড টেস্ট), ভুয়া স্বাস্থ্য পরীক্ষা, ব্যাংকের চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং মোবাইল ফোন জব্দ করে রাখত। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা জানান, চক্রটির কার্যক্রম দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। একসাথে একাধিক প্রতারক সদস্য ধরতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, প্রতি বছর নাবিক ভর্তি মৌসুমে এমন চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে নৌবাহিনীর কঠোর নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এদের প্রতারণা রোধ করা সম্ভব হচ্ছে। চাকরির বিনিময়ে অর্থ লেনদেন সম্পূর্ণ বেআইনি—এবিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নুসরাত

×