ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি প্রসঙ্গে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত: ২১:৪০, ২০ মে ২০২৫; আপডেট: ২১:৪১, ২০ মে ২০২৫

পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি প্রসঙ্গে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হবে।

মঙ্গলবার (২০ মে) তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি তাঁর পোস্টে বলেন, "ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।"

সাভারে জাতীয় যুব ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সূত্রঃ https://www.facebook.com/Asif07M/posts/pfbid0Dx4Gqg7zXCGW8NbQ4ET5ZfGiN26S5dtiavtMih3k3WcNjBq19gAV59mvYqMf1CWFl

ইমরান

×