
আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় শুরু। গতবারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।
একজন যাত্রী ঈদে অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিট সর্বোচ্চ এবার ক্রয় করতে পারবেন। প্রতি ক্ষেত্রে ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে পাঁচ জোড়া বা ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এ ছাড়া আগামী ২ জুন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।
রেলওয়ে সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে। প্রথমদিন বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকিট। এর পর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের যাত্রার বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৭ মে।
একইভাবে ঈদ পরবর্তী আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রয় শুরু হবে আগামী ৩০ মে থেকে। প্রথম দিন বিক্রয় করা হবে ৯ জুনের ফিরতি টিকিট। এর পর ৩১ মে বিক্রয় হবে ১০ জুনের ফিরতি টিকিট; ১ জুন বিক্রয় হবে ১১ জুনের ফিরতি টিকিট; ২ জুন বিক্রয় হবে ১২ জুনের ফিরতি টিকিট; ৩ জুন বিক্রয় হবে ১৩ জুনের ফিরতি টিকিট; ৪ জুন বিক্রয় হবে ১৪ জুনের ফিরতি টিকিট; ৫ জুন বিক্রয় হবে ১৫ জুনের ফিরতি টিকিট।
এ ছাড়া এবার ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে ৩টি ক্যাটল সার্ভিস ট্রেন পরিচালনা করা হবে। ঢাকা থেকে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসনসংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এসব আসনের বিপরীতে টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।