ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি, কিন্ত এটা বিএনপিও বুঝে না এই সরকারও বুঝে না: মাসুদ কামাল

প্রকাশিত: ০১:৩৭, ২১ মে ২০২৫; আপডেট: ০১:৩৮, ২১ মে ২০২৫

সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি, কিন্ত এটা বিএনপিও বুঝে না এই সরকারও বুঝে না: মাসুদ কামাল

সরকারের সবচেয়ে বড় শক্তি বিএনপি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। একটি বেসরকারি গণমাধ্যমের টকশো'তে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের শক্তির উৎস হলো, এইটা বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক, অনির্বাচিত সরকার। যারা দেশে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে। এটা ছিলো তাদের শুরুর দিকের শক্তি। এখনও পর্যন্ত বাংলাদেশের বড় কোন রাজনৈতিক দল বিএনপি সহ, কেউ কিন্ত এই সরকারকে সরাসরি অসহযোগিতা করেনি। এইটাই হলো তাদের শক্তি।

মাসুদ কামাল আরো বলেন, তারা মনে করতেছে, এই শক্তিতে আমি বলীয়ান আমাকে কেউ কিছু করবে না। কালকে যদি বিএনপি নিজে থেকে সরে যায়, খাবি খাওয়ার মত অবস্থা হবে এই সরকারের। পানিতে হাবুডুবু খাওয়ার মত অবস্থা হবে। এদের পক্ষে কে দাঁড়াবে! কালকে যদি বিএনপি বলে এই সরকারের সাথে আর আমরা নাই, খালি এইটুকু বলুক। এই সরকারের মাথা খারাপ হয়ে যাবে। বিএনপিই এই সরকারের সবচেয়ে বড় শক্তি। কিন্ত এটা বিএনপিও বুঝে না, এই সরকারও বুঝে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1AVnWfE6KW/

রিফাত

×