
ছবি: সংগৃহীত
পঞ্জাবের অমৃতসরস্থ স্বর্ণ মন্দিরের ভিতরে কোনো ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়নি বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এর আগের কিছু রিপোর্টে বলা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মন্দির প্রাঙ্গণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বর্ণ মন্দির প্রাঙ্গণে কোনো এয়ার ডিফেন্স গান বা অন্য কোনো সামরিক অস্ত্র মোতায়েন করা হয়নি।’
স্বর্ণ মন্দিরের পুরোহিত গিয়ানি রঘবীর সিং বলেন, ‘আমার কাছে ভারতীয় সেনাবাহিনী থেকে এরকম কোনো যোগাযোগ আসেনি। আমি ছুটিতে বিদেশে ছিলাম। এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত। সেনাবাহিনীর আসল উদ্দেশ্য স্পষ্ট হতে হবে।’
এর আগে, ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ বিমান প্রতিরক্ষা সিস্টেম স্থাপনে অনুমতি দিয়েছে এবং মন্দিরের আলো বন্ধ করে শত্রু ড্রোন শনাক্তের ব্যবস্থা করা হয়। তবে সেনাবাহিনী পরবর্তীতে বলেছে, সেই দাবি সঠিক নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে।
রাকিব