ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জুনের শেষে রোবোট্যাক্সির ট্রায়াল শুরু করছে টেসলা

প্রকাশিত: ০৭:২৪, ২১ মে ২০২৫; আপডেট: ০৭:৩১, ২১ মে ২০২৫

জুনের শেষে রোবোট্যাক্সির ট্রায়াল শুরু করছে টেসলা

ছবি : সংগৃহীত

টেসলা প্রধান ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে জুনের শেষের দিকে তাদের চালকবিহীন গাড়ি (রোবোট্যাক্সি) পরীক্ষামূলকভাবে চালু হবে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক টেসলার স্বচালিত গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় শুধু নিরাপদ এলাকাগুলোতেই এই গাড়ি চালানো হবে। প্রথমে প্রায় ১০টি গাড়ি চালানো হবে, এরপর কয়েক মাসের মধ্যে তা বাড়িয়ে ১ হাজার করা হবে বলে জানান মাস্ক।

বিশ্বজুড়ে টেসলার গাড়ির বিক্রি কমে গেছে, কারণ প্রতিযোগিতা বাড়ছে এবং মাস্কের ডানপন্থী রাজনৈতিক অবস্থান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করা নিয়ে সমালোচনা বাড়ছে।মাস্ক জানান, তিনি ট্রাম্পের জন্য কম সময় দিয়ে এখন থেকে টেসলা নিয়ে বেশি কাজ করবেন। হোয়াইট হাউসে তিনি মাঝে মাঝে ২-১ দিন যাবেন বলে জানান।

টেসলার ভবিষ্যৎ পরিকল্পনায় এখন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এই রোবোট্যাক্সি এবং তাদের তৈরি ‘অপ্টিমাস’ নামের রোবট। মাস্ক বলেন, “দীর্ঘমেয়াদে টেসলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচালিত গাড়ি আর অপ্টিমাস রোবট।”

স্বচালিত যান প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাস্তবায়ন করা বেশ কঠিন। কঠোর নিয়ন্ত্রণ ও বিশাল বিনিয়োগের কারণে অনেক কোম্পানিই হাল ছেড়ে দিয়েছে। যারা এখনও টিকে আছে, যেমন গুগলের অধীনস্থ ওয়েমো, তাদেরও নানা নিরাপত্তা ও নিয়ন্ত্রকের নজরদারির মুখে পড়তে হচ্ছে।

মার্কিন জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা প্রশাসন (NHTSA) অক্টোবর থেকে টেসলার ফুল সেলফ ড্রাইভিং (FSD) সফটওয়্যার নিয়ে তদন্ত চালিয়ে আসছে, তারা এখন খতিয়ে দেখছে—দৃষ্টিশক্তি কমে গেলে বা খারাপ আবহাওয়ায় টেসলার গাড়ি কেমন কাজ করে।

মাস্ক আরও জানান, রোবোট্যাক্সির মূলে ব্যবহৃত FSD সফটওয়্যারটি অন্যান্য বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে লাইসেন্স দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

 

সা/ই

×