
ছবি: প্রতীকী
গত এক দশকে স্মার্টফোন বাজারে রীতিমতো ধস নেমেছে বহু জনপ্রিয় ব্র্যান্ডের। নোকিয়া, এলজি, ব্ল্যাকবেরির মতো নাম এখন কেবল স্মৃতির পাতায়। আর এই শূন্যস্থান পূরণ করেছে দুই প্রযুক্তি দানব স্যামসাং ও অ্যাপল, যারা দশ বছর ধরেই বাজারের শীর্ষে রয়েছে। তবে চমকপ্রদভাবে উঠে এসেছে গুগলের পিক্সেল, ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে স্মার্টফোনের শীর্ষ তালিকায়।
এক নজরে দশ বছরের স্মার্টফোন উৎপাদন (২০১৫-২০২৪):
অ্যাপল বনাম স্যামসাং: দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা
২০১৫ সালে স্যামসাং ৩২১.৫ মিলিয়ন ফোন তৈরি করেছিল, যেখানে অ্যাপলের ছিল ২১৫.৩২ মিলিয়ন। ২০২৪ সালে এসে স্যামসাং কিছুটা কমে ২২৫.৮৪ মিলিয়নে নামলেও, অ্যাপল বেড়ে দাঁড়িয়েছে ২২২.৫ মিলিয়নে, প্রায় সমান! স্যামসাং এখনও শীর্ষে থাকলেও ব্যবধান ক্রমেই কমছে।
বিলুপ্ত ব্র্যান্ডগুলো: এলজি, নোকিয়া, ব্ল্যাকবেরি
একসময় বাজারে দাপট দেখানো এলজি ২০২০ সাল পর্যন্ত টিকে থাকলেও ২০২২ সালে একেবারে হারিয়ে গেছে। নোকিয়া নামটা থাকলেও তার উৎপাদন কমে এসেছে ১৬০,০০০ ইউনিটে, প্রায় গায়েব হওয়ার মতো অবস্থা। সনি, ২০১৫ সালে ৩০ মিলিয়নের কাছাকাছি উৎপাদন করলেও, ২০২৪ সালে এসে নেমেছে মাত্র ২.৪৫ মিলিয়নে।
গুগলের উত্থান: পিক্সেল নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি
২০১৬ সালে মাত্র ৪৫০ হাজার ইউনিট দিয়ে শুরু, আর ২০২৪ সালে এসে গুগল পৌঁছেছে ১০.৫ মিলিয়ন ইউনিটে। বাজারের দানব নয়, কিন্তু ‘উন্নতমানের এআই ফিচারসমৃদ্ধ ক্যামেরা’ ও ‘এআই ফিচার’ এর জন্য গুগল পিক্সেল পেয়েছে আলাদা পরিচিতি।
তরুণ ও প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের কাছে এটি ধীরে ধীরে ‘স্টাইল স্টেটমেন্ট’ হয়ে উঠছে।
সূত্র: https://www.visualcapitalist.com/charted-a-decade-of-smartphone-production-by-brand-2015-2024/
রাকিব