ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাষা কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না :আমান আযমী

প্রকাশিত: ১২:৫০, ২১ মে ২০২৫

ভাষা কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না  :আমান আযমী

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী সম্প্রতি তার ফেসবুক টাইমলাইনে “প্রসঙ্গ: আমাদের জাতীয়তা” শিরোনামে একটি স্ট্যাটাসে জাতীয় পরিচয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

 

 

তিনি লিখেছেন, ভাষা কখনো জাতীয়তা নির্ধারণ করতে পারে না। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড , এই দেশগুলোর মানুষ সবাই ইংরেজি ভাষায় কথা বললেও তাদের জাতীয়তা ভিন্ন। একইভাবে, আরবভাষী দেশগুলোর জাতীয়তাও এক নয়। পক্ষান্তরে, ভারতের বহু ভাষাভাষী জনগণ থাকলেও সকলেই ভারতীয় পরিচয়ে অভিহিত হন।

 

 

আযমীর ভাষ্য মতে, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জাতীয়তা নির্ধারণ হয় ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে নয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতীয় আর বাংলাদেশের বাঙালিরা বাংলাদেশি , আমরা "বাঙালি" জাতি নই, আমরা বাংলাদেশি।

তিনি আরও লেখেন, “আমি অবাক হই যখন দেখি, আমাদের দেশের একটি অংশ নিজেদেরকে ‘বাঙালি’ হিসেবে পরিচয় দেয়। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমাদের জাতীয়তা ‘বাংলাদেশি’। যারা নিজেদের ‘বাঙালি জাতি’ বলে পরিচয় দেন, তারা মূলত পশ্চিমবঙ্গ তথা ভারতের সাথে নিজেদের আত্মিক ও জাতীয় সংযোগ স্থাপন করতে চান।”

 

 

তিনি দাবি করেন, এ ধরনের মানসিকতার মানুষরা জনগণের ভয়ে বাংলাদেশে টিকতে না পেরে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার মতে, “যারা নিজেদের জাতীয়তা অস্বীকার করে অন্য দেশের জাতির সাথে মিশে যেতে চান, তাদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।”

 

আঁখি

×