ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ৬ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:৪৯, ২১ মে ২০২৫; আপডেট: ১৭:৫০, ২১ মে ২০২৫

গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ৬ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে ছয়টি ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার হেডকোয়ার্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন—কঞ্চিপাড়ার সোহেল রানা শালু, উড়িয়ার গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়ার খোরশেদ আলম, ফুলছড়ির আজহারুল ইসলাম, এরেন্ডবাড়ীর আব্দুল মান্নান আকন্দ এবং ফজুলপুর ইউপির আনিছার রহমান। সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ তারা সবাই ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করছিলেন। এ সভা শেষে যাওয়ার সময় ওই ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একসঙ্গে গ্রেফতার করা হয়। অপর এক চেয়ারম্যান দৌড়ে পালিয়ে যান।

এ তথ্য নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুল ইসলাম। তিনি বলেন, বিশেষ অভিযানে ওইসব ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। কোনো মামলা বা কী কারণে গ্রেফতার করা হয়েছে, সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি এ কর্মকর্তা।

আসিফ

×