ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন এআই টুল ‘ফ্লো’ বদলে দিচ্ছে সিনেমা জগৎ, চ্যালেঞ্জে নেটফ্লিক্স

প্রকাশিত: ০২:১৪, ২২ মে ২০২৫

নতুন এআই টুল ‘ফ্লো’ বদলে দিচ্ছে সিনেমা জগৎ, চ্যালেঞ্জে নেটফ্লিক্স

ছবি: সংগৃহীত

গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ টুল ‘ফ্লো’ প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই টুলটি ভবিষ্যতে চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাণের ধারা আমূল বদলে দিতে পারে। আর তাই এই প্রযুক্তির প্রতি বিশেষ নজর রাখা উচিত বৈশ্বিক কনটেন্ট জায়ান্ট নেটফ্লিক্সের।

সম্প্রতি গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন Google I/O ২০২৫-এ ‘ফ্লো’ নামের একটি অত্যাধুনিক ভিডিও জেনারেশন টুল উন্মোচন করে। এতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব এআই মডেলগুলো— ভিডিওর জন্য Veo, চিত্রের জন্য Imagen এবং টেক্সট ও প্রম্পটিংয়ের জন্য Gemini। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা কোনো কোড বা বিশেষ দক্ষতা ছাড়াই দৃশ্য, চরিত্র এবং সম্পূর্ণ গল্পভিত্তিক সিনেমাটিক ক্লিপ তৈরি করতে পারেন।

কেন নেটফ্লিক্সের দৃষ্টি দেওয়া উচিত এই প্রযুক্তিতে?
বিশ্লেষকদের মতে, ‘ফ্লো’-এর মাধ্যমে যে কেউ খুব সহজেই সিনেমার মতো মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবে, যার ফলে কনটেন্ট নির্মাণের ক্ষেত্রটি হয়ে উঠবে আরও উন্মুক্ত ও প্রতিযোগিতাপূর্ণ। এতে নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানকে স্বাধীন নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হতে পারে।

এছাড়া, এই প্রযুক্তির মাধ্যমে কনটেন্ট তৈরি করতে সময় ও খরচ দুই-ই অনেক কম লাগবে। ফলে দ্রুত ও কাস্টমাইজড কনটেন্ট তৈরি করা যাবে, যা ভবিষ্যতের কনটেন্ট স্ট্রিমিং বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

নেটফ্লিক্সের জন্য পরামর্শ:

  • নিজেদের প্ল্যাটফর্মে এআই-চালিত নির্মাণ টুল ব্যবহারের চিন্তা করা

  • স্বাধীন নির্মাতাদের সহায়তা ও অংশীদারিত্বে আগ্রহী হওয়া

  • আরও উন্নত ও ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট রেকমেন্ডেশন সিস্টেম গড়ে তোলা

বিশেষজ্ঞরা বলছেন, কনটেন্ট স্ট্রিমিং দুনিয়ায় টিকে থাকতে হলে প্রযুক্তির এই নতুন ঢেউয়ের সঙ্গে তাল মেলানো ছাড়া বিকল্প নেই। গুগলের ‘ফ্লো’ এআই টুল তাই কেবল একটি প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের কনটেন্ট নির্মাণের রূপরেখা— যেটিকে অবহেলা করলে পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে বড় প্রতিষ্ঠানগুলোর।

এসএফ 

×