
ছবি: সংগৃহীত
বিডিএ জরিপে (বাংলাদেশ ডিজিটাল জরিপ) নিজের নাম অন্তর্ভুক্ত করতে আগ্রহী ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। ১৯ মে ২০২৫ তারিখে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়—ভূমি উন্নয়ন কর (খাজনা) বকেয়া থাকলে জরিপে নাম তোলা সম্ভব হবে না।
নোটিশে উল্লেখ করা হয়, যেসব ভূমি মালিক তিন বছর বা তার অধিক সময় ধরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, তাদের দ্রুত অনলাইনের মাধ্যমে হালসন পর্যন্ত সব বকেয়া পরিশোধ করতে হবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া খাজনা পরিশোধ না করলে ‘সরকারি দাবি আদায় আইন, ১৯১৩’ এর আওতায় রেন্ট সার্টিফিকেট মামলা করা হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জমি ‘খাস জমি’ হিসেবে গণ্য হবে, যা ভবিষ্যতে মালিকানা ও হস্তান্তরে জটিলতা সৃষ্টি করতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন, তারা সহজেই বিডিএ জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং জমির মালিকানা নিশ্চিতে জটিলতা এড়াতে পারবেন।
কী করতে হবে ভূমি মালিকদের?
- অনলাইনে গিয়ে হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে
- বিডিএ জরিপে নাম অন্তর্ভুক্তির জন্য দলিল, খতিয়ান ও কর পরিশোধের প্রমাণ জমা রাখতে হবে
বকেয়া খাজনা জমির মালিকানা নিশ্চিতকরণে বড় বাধা হতে পারে। তাই দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে বিডিএ জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করুন এবং নিজের সম্পত্তি সুরক্ষিত রাখুন।
রাকিব