ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মহাশূন্যে কি গড়ে উঠছে এক নতুন জীবজগত?

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে মিলল রহস্যময় ব্যাকটেরিয়া!

প্রকাশিত: ০০:৩৮, ২২ মে ২০২৫

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে মিলল রহস্যময় ব্যাকটেরিয়া!

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে আনা নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি।একটি একেবারে নতুন ধরনের ব্যাকটেরিয়া, যেটি আগে পৃথিবীর কোথাও দেখা যায়নি!

এই অজানা জীবাণুর নাম দেওয়া হয়েছে Niallia tiangongensis, তিয়ানগং স্টেশনের নাম অনুসারে। এটি মাটি থেকে আগত একটি পরিচিত ব্যাকটেরিয়ার ঘনিষ্ঠ আত্মীয় হলেও, মহাশূন্যে থাকার ফলে এটি নিজের মধ্যে তৈরি করেছে একাধিক বিশেষ অভিযোজন,যেগুলো তাকে রীতিমতো মহাকাশে টিকে থাকার সুপারপাওয়ার দিয়েছে!

২০২৩ সালে Shenzhou-15 মিশনের মহাকাশচারীরা স্টেশনের দেয়াল ও সরঞ্জাম জীবাণুমুক্ত কাপড় দিয়ে মুছে নমুনা সংগ্রহ করেছিলেন। পরে পৃথিবীতে এনে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেন, জীবাণুটি শুধু নতুন নয়, বরং এর মধ্যে এমন জিনগত বৈশিষ্ট্য আছে যা মহাকাশের চরম পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে।

বিশেষ কী কী ক্ষমতা দেখা গেছে এতে?

মহাকাশের তেজস্ক্রিয় রশ্মি থেকে কোষ মেরামতের জিন,অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধী জিন,জেলাটিন ভেঙে কার্বন ও নাইট্রোজেন সংগ্রহ করে বায়োফিল্ম তৈরি করার ক্ষমতা

এই জীবাণু মানুষের জন্য ক্ষতিকর কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের গবেষণা ভবিষ্যতের মহাকাশযাত্রা এবং মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মজার ব্যাপার হলো, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৮ সালে NASA-র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের টয়লেট থেকে পাওয়া গিয়েছিল চারটি নতুন ব্যাকটেরিয়া, যেগুলোর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বৈশিষ্ট্য।

এখন প্রশ্ন উঠছে,মহাশূন্য কি কেবল শূন্যতা? নাকি ওখানেও গড়ে উঠছে এক নতুন জীবজগতের সূচনা?

 

 

তথ্যসূত্র:LiveScience.com

 

আফরোজা

×