
ছবি: সংগৃহীত
সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮২২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। বৃহস্পতিবার (২৩ মে) থেকে এ দাম কার্যকর হবে।
বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন মূল্য ঘোষণা করে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
গত ২৩ এপ্রিল দেশে এক লাফে ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে সোনার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। পরে ১৭ মে আবারও দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার টাকায়।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রতি ভরি সোনার নতুন মূল্য হবে:
- ২২ ক্যারেট: ১,৬৯,৯২১ টাকা
- ২১ ক্যারেট: ১,৬২,২০০ টাকা
- ১৮ ক্যারেট: ১,৩৯,০২৩ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: ১,১৪,৯৪৯ টাকা
এর আগে বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকায়।
তবে রুপার দাম এই পর্যায়ে অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানায় বাজুস।
রাকিব