
ছবি: সংগৃহীত
নাথিং-এর শীর্ষ সফটওয়্যার ক্রিয়েটিভ ডিরেক্টর ম্লাদেন হইস অ্যাপলের ডিজাইন টিমে যোগ দেওয়ার ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও কার্ল পেই। এ নিয়ে টিম কুককে উদ্দেশ করে তার রসিকতামিশ্রিত মন্তব্য প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলেছে।
২০২৫ সালের ২০ মে, ম্লাদেন হইস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) “New beginning @Apple” লিখে অ্যাপলের লোগো শেয়ার করেন এবং নিজের প্রোফাইল বায়োতে “Apple Design Team” যোগ করে নতুন দায়িত্বের কথা জানান। এই ঘোষণার পরপরই সেটি ভাইরাল হয়ে যায় এবং প্রযুক্তি মহলে শুরু হয় জোর আলোচনা।
এই ঘোষণার প্রতিক্রিয়ায় কার্ল পেই হইস-এর পোস্টটি উদ্ধৃত করে লেখেন,
“Congrats dude, proud of you! @tim_cook let me know if you need any more product help.”
এই মন্তব্যে যেমন অভিনন্দন প্রকাশ পেয়েছে, তেমনি অনেকের মতে, এতে অ্যাপলের ডিজাইন সক্ষমতা নিয়েও এক ধরনের সূক্ষ্ম ব্যঙ্গ করা হয়েছে।
অনেকেই বলছেন, নাথিং-এর মতো তুলনামূলক নতুন একটি প্রতিষ্ঠান থেকে অ্যাপলের ডিজাইনার নেওয়া এবং সে প্রসঙ্গে কার্ল পেই-এর মন্তব্য, মূলত নাথিং-এর একটি কৌশলগত প্রচারণা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি একধরনের "ব্যঙ্গাত্মক শ্রদ্ধাঞ্জলি", যেখানে ইঙ্গিত করা হয়েছে— “৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিও নাথিং-এর মতো ছোট প্রতিষ্ঠানের সাহায্যের প্রয়োজন মনে করছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিক্রিয়া ছিল তীব্র। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “এটা প্রমাণ করে নাথিং এতটাই ভালো ডিজাইন করে যে অ্যাপলের মতো কোম্পানিও তাদের প্রতিভাবান ডিজাইনারদের নিজেদের দলে টানতে চায়।” আরেকজন বলেন, “পেই-এর অভিনন্দন বার্তাটি আসলে রসিকতার মোড়কে খোঁচা দেওয়া।”
অনেকে এ ঘটনাকে স্মরণ করিয়ে দেন ২০০৫ সালের সেই বিখ্যাত ইমেইল, যেখানে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস Adobe-এর সিইও ব্রুস চিজেনকে লিখেছিলেন—
“আমি আমার রিক্রুটারদের বলেছি Adobe থেকে কাউকে নিয়োগ না দিতে। মনে হচ্ছে আপনি ভিন্ন নীতি অনুসরণ করছেন। আমাদের একজনকে নীতি বদলাতে হবে। জানিয়ে দেবেন কে বদলাবে।”
উল্লেখ্য, ম্লাদেন হইস নাথিং-এ কর্মরত অবস্থায় প্রতিষ্ঠানটির নিজস্ব অপারেটিং সিস্টেম Nothing OS-এর নকশার নেতৃত্ব দেন। সাদামাটা, কার্যকর এবং নান্দনিক ইন্টারফেসের জন্য এই সফটওয়্যারটি আলাদা পরিচিতি পেয়েছে। হইস-এর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে নাথিং-এর স্বতন্ত্র ডিজাইন পরিচয়।
নাথিং-এ যোগদানের আগে হইস ছিলেন Blloc-এর সহ-প্রতিষ্ঠাতা, যেখানে তিনি Ratio App নামে পরিচিত একটি প্রোডাক্টিভিটি-কেন্দ্রিক লঞ্চারের ডিজাইনে কাজ করেন। এছাড়া তিনি unu GmbH এবং Hoyss Studio-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি John Naisbitt University থেকে শিল্প ও প্রোডাক্ট ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এদিকে কার্ল পেই-এর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন Nothing Phone (3)-এর আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে প্রযুক্তি জগতে উত্তেজনা তুঙ্গে। ২০২৫ সালের জুলাই মাসে বাজারে আসতে যাওয়া এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি আগের মডেলগুলোর নান্দনিকতা ও কার্যকারিতার ধারাবাহিকতা বজায় রেখে বাজারে নাথিং-এর অবস্থান আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এম.কে.