ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘এআই’ শহর, কিন্তু কোথায়?

প্রকাশিত: ১৫:১৭, ২১ মে ২০২৫

নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘এআই’ শহর, কিন্তু কোথায়?

ছবি: সংগৃহীত।

মানব জীবনে প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ সংযোজনগুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই প্রযুক্তির উন্নয়নের ফলে স্মার্ট হয়েছে কাজ, সহজ হয়েছে জীবন। এবার সেই এআই ব্যবহার করেই গড়ে তোলা হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আধুনিক শহর। শহরটির নাম ‘আয়ন সেন্টিয়া’, যার অবস্থান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।

‘খালিজ টাইমস’-এর ১৯ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৭ সালের মধ্যে শহরটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রকল্প কর্তৃপক্ষ। এটি বাস্তবায়ন করছে আবুধাবিভিত্তিক বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা প্রতিষ্ঠান মাই আয়ন ইনকর্পোরেশন। নির্মাণ কাজ শুরু হবে আগামী ১৮ মাসের মধ্যে।

প্রকল্পটির প্রধান পরিকল্পনাকারী ইতালিয়ান ডেভেলপার ড্যানিয়েল মারিনেলি জানিয়েছেন, আয়ন সেন্টিয়া হবে একটি সম্পূর্ণরূপে অটোমেটেড ও এআই-চালিত শহর। শহরটিতে থাকবে:

  • স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা
  • এআই চালিত বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক
  • রোবটিক সেবা
  • ব্যক্তিগত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা
  • এআই অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা
  • স্বয়ংক্রিয় বৃক্ষরোপণ ও পানি ব্যবস্থাপনা
  • থাকবে ব্যক্তিগত সহকারী অ্যাপ ‘এমএ আইএ’

নগরবাসীর জন্য চালু করা হবে ‘MAIA’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপে থাকবে:

  • পাবলিক ট্রান্সপোর্টের সময়সূচি
  • স্মার্ট হোম নিয়ন্ত্রণ
  • ব্যক্তিগত স্বাস্থ্যসেবা
  • শহরের যাবতীয় সেবা ও তথ্য এক প্ল্যাটফর্মে

প্রতিবেদনে আরও বলা হয়, এই এআই শহর মানুষের অভ্যাস ও জীবনযাত্রার ধরন বুঝে নিজে থেকেই সেবা প্রদান করবে। নগর ব্যবস্থাপনাও চলবে স্বয়ংক্রিয়ভাবে। ফলে নাগরিকেরা পাবেন দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ জীবনযাত্রার অভিজ্ঞতা।

প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পাশাপাশি, সফল বাস্তবায়নের পর এই এআই শহর মডেলটি অন্যান্য দেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মারিনেলি।

নুসরাত

×