
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তর্জন-গর্জনের জবাবে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যুক্তরাষ্ট্রের চাপ কখনোই মেনে নেবে না ইরান। আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবো না।”
খামেনি সম্প্রতি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “রাইসি আমলে যুক্তরাষ্ট্রের কোনো প্ররোচনারই সুযোগ দেওয়া হয়নি। সেই নীতিরই ধারাবাহিকতা থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, “আজকের ইরান যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় পূর্ণ প্রস্তুত।”
ট্রাম্প আবারো বিভিন্ন সময়ে ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি ও হুমকি দিয়ে চলেছেন। এসব বক্তব্যকে রাজনৈতিক চাতুরী আখ্যা দিয়ে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন আলাপে বসে ইরান সময় নষ্ট করতে চায় না। এসব আলোচনা পরমাণু ইস্যুতে প্রকৃত সমাধান আনবে— এমন ভাবা বিভ্রান্তিকর।”
বিশ্লেষকরা মনে করছেন, আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য ট্রাম্পের ঘন ঘন হুমকির বিরুদ্ধে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক জবাব হিসেবে এসেছে। একই সঙ্গে এটি পরমাণু আলোচনার ভবিষ্যৎ নিয়েও এক নতুন বার্তা দিচ্ছে বিশ্বকে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনা আবারো চরমে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলীম