
ছবি: সংগৃহীত
কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনের শরণার্থী শিবিরে সফররত ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে “আন্তর্জাতিক আইন, কূটনৈতিক রীতি ও নীতির স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছে।
কাতার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কার্যকর ব্যবস্থা নিতে। তারা বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ইসরায়েলের এই গুলিবর্ষণের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন নিন্দা প্রকাশ করেছে এবং ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।
এসএফ