
ছবি: সংগৃহীত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান সব সময়ই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআর ডিজি বলেন, “প্রতি কয়েক বছর পরপর একটি মিথ্যা বর্ণনা তৈরি করা হয়। ভারতের বর্ণনা এখন অপ্রাসঙ্গিক, এবং বিশ্ব এখন তাদের উদ্দেশ্য ভালোভাবেই বুঝতে পারছে। ভারতের অবস্থান ভিত্তিহীন, এবং পাকিস্তান যথেষ্ট প্রজ্ঞা ও পরিপক্বতার সঙ্গে তার জবাব দিয়েছে।”
তিনি বলেন, ভারত-সমর্থিত একটি গোষ্ঠী ‘ফিতনা-এ-খারেজি’ ধর্মের ছদ্মবেশে সন্ত্রাস চালাচ্ছে। এই গোষ্ঠী ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন করে এবং ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, “ভারত-সমর্থিত এই ‘ফিতনা-এ-খারেজি’ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। তারা মসজিদকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, যার ফলে এর পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে।”
আইএসপিআর মহাপরিচালক আরও বলেন, এই সন্ত্রাসীরা মসজিদের ভেতরে জুতা পরে হাঁটে এবং সেখান থেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। যখন নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে, তখন তারা মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, এই সন্ত্রাসীরা বরাবরই তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ধর্মীয় স্থান ও নিরীহ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।
তিনি বলেন, “পাকিস্তান ও ভারত উভয়েই পরমাণু শক্তিধর রাষ্ট্র, এবং এই অবস্থায় সামরিক সংঘর্ষে জড়ানো চরম বোকামি হবে।” তবে তিনি অভিযোগ করেন, ভারত ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
সূত্র: https://rb.gy/77ufxq
মিরাজ খান