ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি কার টাকায় রাজনীতি করে? রুমিন ফারহানা যা বললেন

প্রকাশিত: ১০:১৪, ২২ মে ২০২৫

বিএনপি কার টাকায় রাজনীতি করে? রুমিন ফারহানা যা বললেন

আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন টকশোতে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

রুমিন ফারহানা বলেন, রুমিন ফারহানা বলেন,বিএনপি তার নিজের টাকায় রাজনীতি করে।বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়,বিএনপি সেই টাকায় রাজনীতি করে।

তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “যে দলটির এখনও নির্বাচন কমিশনে নিবন্ধন হয়নি, যাদের বয়স হয়তো দুই-তিন মাসও হয়নি, তারা কিভাবে রাজধানীর রুপায়ন টাওয়ারের মতো বিলাসবহুল ভবনে অফিস ভাড়া নেয়? যেখানে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা ভাড়া গুনতে হয়। কিভাবে তারা পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে? উদ্বোধনী অনুষ্ঠানেই যেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়,এই অর্থ কোথা থেকে আসে?”

রুমিন ফারহানা বলেন, “বিএনপিতে প্রচুর পেশাদার লোক আছে। ব্যবসায়ী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী-সব শ্রেণির মানুষই আমাদের দলে আছেন এবং দলকে সহযোগিতা করেন। কাজেই আমাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলার আগে হাসনাত আবদুল্লাহ ও তার সহকর্মীদের নিজেদের দিকে তাকানো উচিত।”

তিনি আরও বলেন, “একটি নতুন দলের নেতারা যদি হঠাৎ করেই দেড় শতাধিক গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়ান, কিংবা এক সময় ছাত্রাবাসে থাকার পর হঠাৎ করে মাসে লক্ষাধিক টাকার ব্যয়ে জীবন যাপন শুরু করেন,তাহলে প্রশ্ন ওঠে, এই অর্থ কোথা থেকে আসে? কে দেয় এই ডোনেশন? কারা আছে তাদের পেছনে?”


সূত্র:https://tinyurl.com/2jwx7uev

আফরোজা

×