ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চুল পড়া রোধে করলার হেয়ার প্যাক, জানুন ব্যবহারবিধি

প্রকাশিত: ১৫:০১, ২২ মে ২০২৫

চুল পড়া রোধে করলার হেয়ার প্যাক, জানুন ব্যবহারবিধি

ছবি: সংগৃহীত।

গরমকালে করলা ও উচ্ছে শুধু খাবারের প্লেটেই নয়, এবার ঠাঁই পাচ্ছে রূপচর্চার তালিকায়ও। গবেষণা বলছে, তেতো এই সবজির রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ-বিশেষত চুলের যত্নে।

চুল পড়া রোধ, গোড়া মজবুতকরণ ও চুল দ্রুত বাড়াতে করলা বা উচ্ছের রস খুবই কার্যকর। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গুণগত মান উন্নত করে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, করলা দিয়ে ঘরোয়া একটি হেয়ার প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহারে মিলতে পারে চুল পড়া বন্ধ হওয়ার উপশম।

করলা হেয়ার প্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতি নিচে দেওয়া হলো—

উপকরণ: করলা বা উচ্ছে (চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ) পরিমাণমতো পানি, সামান্য লবন।

প্রস্তুত প্রণালী: করলা বা উচ্ছে ভালোভাবে ধুয়ে নিন। দুই প্রান্ত কেটে, বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিন। ব্লেন্ডারে পেস্ট বানিয়ে ছেঁকে রস বের করুন। সেই রসে সামান্য নুন মিশিয়ে মাথার গোড়ায় ভালোভাবে মাসাজ করুন। এরপর বাকি রস পুরো চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে প্রথমে শুধু জল দিয়ে ধুয়ে নিন, পরে শ্যাম্পু করে ফেলুন।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত তিনবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া কমে যাবে, চুল হবে ঝলমলে ও কোমল।

তাই শুধু খাওয়ার জন্য নয়, এবার করলার ব্যবহার হোক চুলের যত্নেও। স্বাস্থ্যকর, ঘরোয়া এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই প্যাক হতে পারে চুলের প্রাকৃতিক সুরক্ষা।

মিরাজ খান

×