
ছবি : জনকণ্ঠ
তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব।
সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-कोষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার এবং ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বোয়ালমারী, মধুখালী ও নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “আগামী ২৮ মে ঢাকায় আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে আমরা ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করে তুলব। ফরিদপুর জেলা যুবদলের নির্দেশনা অনুযায়ী ফরিদপুরের প্রতিটি উপজেলা যুবদলের নেতাকর্মীরা এই সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করবে।”
বক্তারা আরও বলেন, “১৭ বছর ধরে যে লড়াই-সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, তা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেশের তরুণরা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। আমরা দাবি করছি, একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।”
তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ মে’র ঢাকার সমাবেশ সফল করতে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার যুবদলের নেতাকর্মীরা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
আলিফ