
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম শহিদ গোলাম নাফিজের জন্মদিনে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক অধিকারকর্মী পিনাকী ভট্টাচার্য। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এই লেখাটি ইতোমধ্যেই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি লিখেছেন, "আজ শহিদ গোলাম নাফিজের জন্মদিন। কোনো পত্রিকা তার কথা বলেনি, কোনো রাজনৈতিক দলের পাতায় নেই তার নাম, নেই এক লাইন শ্রদ্ধাও। এই কি আমাদের কৃতজ্ঞতা? যিনি প্রাণ দিলেন, তার জন্মদিনেও আমরা নীরব?"
পিনাকী ভট্টাচার্য আরও লিখেন, "দলগুলো ব্যস্ত এখন ক্ষমতার হিস্যা নিতে, যে শহিদদের রক্তে এই দ্বিতীয় স্বাধীনতার পতাকা উড়েছে, তারা আজ অনাহূত। আমরা কি ভুলে গেছি কারা মুক্ত করেছিলো আমাদের? যেসব সাহসী তরুণ গুলির মুখে দাঁড়িয়েছিলো— তাদের নেই কোনো পোস্টার, নেই কোনো স্মরণ, আছে শুধু বিস্মৃতির দেয়ালে ঠেকা নীরবতা।"
তিনি গভীর আক্ষেপ নিয়ে উল্লেখ করেন, "শহিদ গোলাম নাফিজ, তুমি ছিলে বলেই আজ আমরা কথা বলতে পারি। কিন্তু দেখো, আজ তোমার কথাই কেউ বলছে না।"
২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তরুণ শিক্ষার্থী গোলাম নাফিজ। তার আত্মত্যাগ আন্দোলনকারীদের মাঝে ছিল এক অনন্য অনুপ্রেরণা। অথচ বছর ঘুরতেই রাষ্ট্রীয় বা রাজনৈতিক কোনো মহল থেকে তার প্রতি আনুষ্ঠানিক কোনো শ্রদ্ধা জানানো হয়নি।
পিনাকী ভট্টাচার্যের এই স্ট্যাটাস যেন আমাদের সমাজের স্মৃতিভ্রষ্টতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আসিফ