ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম, ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেতো’

প্রকাশিত: ০০:১৯, ২৩ মে ২০২৫; আপডেট: ০০:২৮, ২৩ মে ২০২৫

‘আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম, ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেতো’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক পদত্যাগ ভাবনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ড. ইউনুসের উপদেষ্টা প্যানেল এবং সাম্প্রতিক কিছু নিয়োগ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লিখেছেন, “ড ইউনুস স্যার শুনলাম পদত্যাগের চিন্তা করতেছেন। স্যার পদত্যাগ করার পর আপনার উপদেষ্টাগুলোরে দিয়ে আমার একটা 'ওল্ড হোম' খোলার ইচ্ছা আছে।” তিনি বলেন, “এইসব বুইড়া-লুথা দিয়ে আসছেন বিপ্লবী সরকার বানাইতে।”

উপদেষ্টাদের মধ্যে একজন তরুণ, নাহিদের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, “উপদেষ্টাদের মধ্যে সবচে ভালো একটা ছেলে ছিলো নাহিদ তাকেও কৌশলে সরায়ে দিলেন।” এছাড়া তিনি পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের ‘এক্সপায়ার্ড ধা'ন্দাবাজ’ বলে অভিহিত করেন।

ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, “স্যরি স্যার, আপনার এনজিও কোটার উপদেষ্টা একটাও কাজের না।” তিনি আরও যোগ করেন, “আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম, ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেতো কিন্তু বুইড়া গুলোর কারনে বি'প্লবটা শেষ হয়ে গেলো।”

তিনি মনে করেন, গত ১৫ বছরে যারা রাজনীতিতে বা সামাজিক আন্দোলনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেননি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। তার ভাষায়, “যেসব বুইড়া খাটাসগুলো একটা হাঁচি কাশি দেয় নাই তারা বিপ্লবের কি বুঝে?”

শেষে তিনি বলেন, “ড ইউনুস যদি থাকতে চায় তাহলে ছাত্রদের উচিত বুইড়াগুলারে সব তাড়িয়ে দিয়ে নতুন করে শুরু করা। মানুষ এখনও ইউনুসকে ভালোবাসে।”

আসিফ

×