ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

খাস জমিতে স্থাপনা: শ্রমিক দলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০১:২৯, ২৩ মে ২০২৫; আপডেট: ০১:৪৩, ২৩ মে ২০২৫

খাস জমিতে স্থাপনা: শ্রমিক দলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল দেওয়ানকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার অর্থদণ্ড (অনাদায় আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন। তবে জরিমানার অর্থ জমা দেওয়ায় দুই দিনের দণ্ড মওকুফ করা হয়েছে।

উল্লেখ্য, পৌরসভার নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা দখল করে স্থাপনা তোলার দায়ে সোহেল দেওয়ানকে এ দণ্ড দেওয়া হয়েছে।

মেজবাহউদ্দিন মাননু/রাকিব

×