ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্যাক্টচেক

অনন্ত-বর্ষার লাইভ ভিডিওতে ‘হ্যালো’ বলার বিনিময়ে অর্থ পুরস্কার, যা জানা গেল

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ মে ২০২৫; আপডেট: ০৮:০০, ২৩ মে ২০২৫

অনন্ত-বর্ষার লাইভ ভিডিওতে ‘হ্যালো’ বলার বিনিময়ে অর্থ পুরস্কার, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা দম্পতির একটি লাইভ ভিডিও ‘প্রথম 240 জন যারা বলে (HELLO), আমি তাদের $10,000 দিচ্ছি এবং আমি সৎ, এখন শুরু করছি’ ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, অনন্ত-বর্ষা দম্পতি কখনোই তাদের লাইভ ভিডিওতে এমন কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেননি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর অনন্ত জলিলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি ৯ মিনিট ১২ সেকেন্ডের পুরোনো লাইভ ভিডিও। ভিডিওটিতে অনন্ত জলিল এবং বর্ষা মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং তারা তখন কথা বলছিলেন তাদের চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’ এর আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে।

লাইভ ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে কোথাও ‘হ্যালো বললে অর্থ পুরস্কার দেওয়া হবে’ এমন কোনো বক্তব্য ছিল না। বরং এই ভিডিওটির সাথে ভুয়া বার্তা জুড়ে দিয়ে সেটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও অনন্ত জলিলের একই ভিডিও ব্যবহার করে দাবি করা হয়েছিল যে, তিনি ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে অর্থ পুরস্কার দিচ্ছেন। তখনও রিউমর স্ক্যানার টিম এ বিষয়ে ফ্যাক্টচেক করে ওই দাবিকে অসত্য বলে প্রমাণ করেছিল।

সুতরাং, ‘হ্যালো’ বলার বিনিময়ে $১০,০০০ পুরস্কারের ঘোষণা সংবলিত অনন্ত-বর্ষার লাইভ ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে রিউমর স্ক্যানার।

 

সূত্র: রিউমর স্ক্যানার।

রাকিব

×