
ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বড় দায়িত্ব পালনে সরকার চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, “শুধুমাত্র নির্বাচন করবার জন্য আমরা দায়িত্ব নিইনি। যেহেতু আরও দু’টি গুরুতর দায়িত্ব রয়েছে, সেগুলো আমরা আদৌ পালন করতে পারছি কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।”
তিনি বলেন, “কালকে আমাদের মিটিংয়ের পরে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। কারণ দায়িত্ব নেওয়ার পর থেকেই যাদের যত রকম দাবি আছে, সবাই রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, যার ফলে পুরো ঢাকা শহর অচল হয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “এই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা—এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়। কারণ আমাদের এই দায়িত্বটা জাতীয় দায়িত্ব, আর আমরা তো আগেই বলেছি যে আমরা ক্ষমতায় নেই, দায়িত্বে আছি।”
রিজওয়ানা হাসান জানান, দায়িত্ব পালন কেবল প্রত্যাশার বিষয় নয়, এর জন্য প্রয়োজন একটি ‘এনাবলিং এনভায়রনমেন্ট’। তিনি বলেন, “প্রত্যাশা অনেকের থাকতে পারে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের উপযুক্ত পরিবেশ দরকার।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা চিন্তা করছি, আমরা আসলেই পারছি কিনা। এই বড় দায়িত্বগুলো পালন করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেগুলো আমরা কীভাবে মোকাবেলা করব, আদৌ পারব কি না—তা নিয়ে সকলে মিলে ভাবছি। যদি মোকাবেলা করতে পারি, তাহলে কীভাবে করব; আর না পারলে আমাদের করণীয় কী হবে—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি।”
সূত্র: https://www.youtube.com/watch?v=yhJZRVgWJtE
এএইচএ