
ছবি: সংগৃহীত।
জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একইসঙ্গে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মানবিক বিবেচনায় দুর্যোগময় পরিস্থিতিতে এসব মানুষকে আশ্রয় দেওয়া হয়। আশ্রয়প্রাপ্তদের মধ্যে ছিলেন:
-
২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব
-
৫ জন বিচারক
-
১৯ জন প্রশাসনিক কর্মকর্তা
-
৫১৫ জন পুলিশ সদস্য
-
১২ জন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও অন্যান্য শ্রেণিপেশার মানুষ
-
এছাড়া ৫১টি পরিবারও (স্ত্রী ও সন্তানসহ) আশ্রয় নেন
গত বছরের ১৮ আগস্ট আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯৩ জনের তালিকা প্রকাশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি জানানো হয়েছিল। সেনাবাহিনী জানিয়েছে, ৪৩২ জন পুলিশ ও ১ জন এনএসআই সদস্য ছাড়া বাকি নাম তখনই জানানো হয়।
তবে সম্প্রতি কিছু মহল ভুল তথ্য ও অপপ্রচার ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী বলছে, রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও নিরাপত্তাহীনতার প্রেক্ষিতে অনেকেই স্বেচ্ছায় ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয়ের আবেদন করেন। সেই প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে মানবিক দায়িত্ব থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আবারও নিশ্চিত করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পেশাদারিত্ব বজায় রেখে তারা জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করে যাবে।
নুসরাত