ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের মুখে ভারতীয় বিমান, মুখ ফিরিয়ে নিল পাকিস্তান!

প্রকাশিত: ০১:২৩, ২৪ মে ২০২৫; আপডেট: ০১:২৪, ২৪ মে ২০২৫

দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের মুখে ভারতীয় বিমান, মুখ ফিরিয়ে নিল পাকিস্তান!

ছবি: সংগৃহীত।

তীব্র ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মাঝআকাশে বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানে ২২০ জন যাত্রী ও পাঁচজন সংসদ সদস্য ছিলেন।

বুধবার উড্ডয়নের পরপরই ভয়াবহ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। NDTV-এর বরাতে জানা গেছে, এ সময় বিমানের ককপিটে একাধিক সতর্কবার্তা জারি হয় এবং যান্ত্রিক ত্রুটির মুখে পড়েন পাইলটরা। যাত্রীরা আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরেন, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিমানটি প্রতি মিনিটে ৮,৫০০ ফুট নিচে নামতে শুরু করে, যা স্বাভাবিক গতি (১,৫০০–৩,০০০ ফুট প্রতি মিনিট) থেকে অনেক বেশি। ঝড়ের সময় এটি ৩৬,০০০ ফুট উচ্চতায় ছিল এবং ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাঠানকোট অঞ্চলে বিপদের মুখে পড়ে।

বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়া শনাক্ত করার পর ফ্লাইট ক্রু প্রথমে ভারতীয় সেনাবাহিনীকে বিমানটি বামদিকে সরাতে অনুরোধ করে, যা পাকিস্তানের আকাশসীমায় পড়বে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পরে লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথেও যোগাযোগ করা হলে সেখান থেকেও একই ধরনের জবাব আসে।

বিকল্প কোনো পথ না থাকায় পাইলটরা শ্রীনগরের দিকেই অগ্রসর হন এবং সফলভাবে অবতরণ করেন। পরে দেখা যায়, বিমানের সামনের অংশে, বিশেষ করে রেডোম (যেখানে আবহাওয়া রাডার থাকে) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত চলছে।

নুসরাত

×