
ছবি: সংগৃহীত
মধ্য গাজার ডেইর এল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত যা সীমিত মানবিক সহায়তা এসেছে, তা এখানকার বাসিন্দাদের চাহিদার তুলনায় খুবই কম।
তিনি বলেন, এই পরিমাণ সাহায্য হয়ত গাজার খুব সামান্য অংশের জন্যই কার্যকর হবে।
তারেক আবু আজযুম আরও জানান, গাজার মানুষ রুটি পেতে আশায় বেকারির বাইরে ভিড় করছে, কিন্তু বেকারিগুলো পুরো জনসংখ্যাকে রুটি দিতে পারছে না এবং এভাবে ক্ষুধা ঠেকানো সম্ভব নয়।
তিনি যোগ করেন, মানুষ খাবার না পাওয়ার কারণে শারীরিকভাবে পড়ে যাচ্ছে।
এসএফ