ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলি হামলায় নিহত ৭৬, উত্তরের গাজায় এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মে ২০২৫

ইসরায়েলি হামলায় নিহত ৭৬, উত্তরের গাজায় এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি

ছবি আলজাজিরা

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানাচ্ছে চিকিৎসাসংক্রান্ত সূত্রগুলো। নিহতের সংখ্যা আরও বাড়ছে, কারণ বোমাবর্ষণ এখনও অব্যাহত রয়েছে।

সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, “ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে।” এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট।” তিনি জানান, গাজার উত্তরাঞ্চলে এখনও পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি এবং গোটা উপত্যকায় কেবল “এক চামচ” পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৫৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২২,৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৬১,৭০০ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় অন্তত ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

এসএফ 

আরো পড়ুন  

×