
ছবি: সংগৃহীত
ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) দুই বাংলাদেশী ব্যক্তির প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডনের বিলাসবহুল সম্পত্তি ফ্রিজ করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশের সাবেক শাসক দলের সাথে যুক্ত বলে জানা গেছে।
সরকারি নথির তথ্য অনুযায়ী, আহমেদ শয়ন রহমান ও তাঁর কাজিন আহমেদ শাহরিয়ার রহমান নামে দুইজনকে তাদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে নিষেধাজ্ঞা দিয়েছে এনসিএ। তাদের মধ্যে রয়েছে লন্ডনের গ্রসবেনর স্কয়ারের ফ্ল্যাটসহ বিভিন্ন প্রিমিয়াম জায়গার সম্পত্তি।
এই সম্পত্তিগুলো বিভিন্ন ব্রিটিশ অঞ্চল থেকে পরিচালিত কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে এবং এর মূল্য প্রায় ১.২ মিলিয়ন থেকে ৩৫.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। আহমেদ শয়ন ও শাহরিয়ার রহমান হলেন বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে ও ভাগ্নে। সালমান এফ রহমানকে দুর্নীতি মামলা এবং দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানী প্রতিবেদন অনুসারে, সাবেক শাসক দলের কর্মকর্তারা যুক্তরাজ্যে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি মালিকানাধীন। বর্তমানে বাংলাদেশ সরকার এই সম্পদগুলো সম্পর্কে তদন্ত চালাচ্ছে।
NCA জানিয়েছে যে তারা এই বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সন্দেহজনক সম্পত্তি ফ্রিজ করতে থাকবে।
বাংলাদেশের সাবেক শাসনকালের সম্পদের ব্যাপারে যুক্তরাজ্যে এ ধরণের পদক্ষেপকে স্বাগত জানানো হচ্ছে। এটি দুর্নীতি দমন ও অবৈধ সম্পদ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএফ