ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র ॥ রিজভী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:২৮, ২৪ মে ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র ॥ রিজভী

জিয়া পরিষদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করে

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। সে সঙ্গে আরমান মোল্লার স্ত্রীসহ পরিবারের সবার খোঁজখবর নেন তিনি। 
রিজভী বলেন, নরসিংদীর শহীদ আরমান মোল্লার পরিবারের দায়িত্ব তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে। আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্বও আমরা নিয়েছি। রিজভী বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় এসেছে। তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদেরকে ভুলে গেলে চলবে না। তবে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের, যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে-তা জানতে চান রিজভী।

×