ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলি: যৌনপল্লী থেকে রাজনীতির মাঠে ভারতীয় অভিনেত্রী পাওলি দাম

প্রকাশিত: ০৫:৪১, ২৪ মে ২০২৫; আপডেট: ০৫:৪৪, ২৪ মে ২০২৫

জুলি: যৌনপল্লী থেকে রাজনীতির মাঠে ভারতীয় অভিনেত্রী পাওলি দাম

ছবি: সংগৃহীত

একদিকে ক্ষমতার লোভ, অন্যদিকে স্বার্থের সংঘাত—এই টানাপোড়েনের মধ্যেই কলকাতার রাজনীতিকে পটভূমি করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘জুলি’। পরিচালক অরিদ্র সেনের এই সিরিজে উঠে এসেছে এক নারীর প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতার শীর্ষে ওঠার লড়াইয়ের গল্প। সমাজের প্রান্তিক স্তর থেকে উঠে আসা সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম।

রাজনৈতিক রঙে রাঙানো সিরিজটিতে রয়েছেন টালিপাড়ার একাধিক পরিচিত মুখ। সিবিআই অফিসারের চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। আর রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। চক্রান্ত আর আত্মত্যাগের দ্বন্দ্বে শেষ পর্যন্ত জুলি কি নিজের স্বার্থ ত্যাগ করবেন, নাকি উন্মোচন করবেন গভীর ষড়যন্ত্র—তা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্ব পর্যন্ত।

অন্যদিকে, রাজাচন্দ্রের পরিচালনায় মুক্তি পেয়েছে ভৌতিক ঘরানার ছবি ‘চন্দ্রবিন্দু’। সিনেমাটিতে একসঙ্গে দেখা যাবে বাস্তব জীবনের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। জীবন ও মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে এক অজানা জগতের অনুসন্ধান নিয়ে এগিয়ে চলে সিনেমার কাহিনি। শেষ পর্যন্ত সেই রহস্য কতটা উদঘাটিত হয়, তা মিলবে রূপালি পর্দাতেই।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=XJfxXz5dHr4

রাকিব

×