
ছবি: সংগৃহীত
গ্রীষ্মকাল মানেই রোদ, ধুলাবালি ও ঘাম—আর তার সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। এই সময় ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন। তবে একেবারে হাতের কাছেই থাকা টমেটো হতে পারে ত্বকের এই সমস্যার সহজ সমাধান।
বিশেষজ্ঞদের মতে, টমেটোতে থাকা লাইকোপিন নামক উপাদানটি ত্বকের উপর রোদের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে কার্যকর। চলুন জেনে নেওয়া যাক গরমকালে ঘরে বসেই কীভাবে টমেটো দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের যত্নে কাজে লাগানো যায়—
টমেটো ও মধুর ফেসপ্যাক
ত্বকে হাইড্রেশন ফিরিয়ে আনতে এবং ট্যান দূর করতে টমেটো ও মধুর সংমিশ্রণ খুবই কার্যকর। দুই টেবিল চামচ টমেটোর রস, এক চা চামচ মধু ও এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলেই ত্বকে দেখা যাবে ইতিবাচক পরিবর্তন।
টমেটো ও চিনির ফেসস্ক্রাব
মরা চামড়া দূর করতে চাইলে টমেটো ও চিনি দিয়ে তৈরি ঘরোয়া স্ক্রাব হতে পারে উত্তম সমাধান। এক বাটি টমেটোতে দুই চা চামচ চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন।
টমেটো, দই ও বেসনের ফেসপ্যাক
গ্রীষ্মে ত্বকের ট্যান দূর করতে চাইলে তিন চা চামচ টমেটোর রস, এক চা চামচ টক দই ও দুই চা চামচ বেসন একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহারে মিলবে উজ্জ্বল ও সতেজ ত্বক।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারের দামি প্রসাধনীর চেয়ে ঘরোয়া উপাদানেই অনেক সময় বেশি কার্যকারিতা পাওয়া যায়—শুধু নিয়মিত চর্চা ও পরিমাণমতো ব্যবহারের অভ্যাস গড়ে তুললেই হয়।
রাকিব