
ছবি : সংগৃহীত
এক জেলার পর আরেক জেলায় গিয়ে প্রেমে পড়ে করেছেন সাতটি বিয়ে! প্রতিটি স্ত্রীর কাছেই তিনি একেবারে ভিন্ন মানুষ। এমনই এক চরিত্র নিয়ে দর্শকদের চমক দিতে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিরিজটির পোস্টার ও ট্রেলার—যা দেখে আগ্রহের পারদ চড়েছে দর্শকমনে।
অমিতাভ রেজার পরিচালনায় নির্মিত এই সিরিজের কেন্দ্রে রয়েছেন ‘আব্বাস’ নামে এক ট্রাকচালক, যিনি বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে বিয়ে করতেন। এইভাবেই হয়ে যায় সাতটি বিয়ে! প্রতিটি স্ত্রীর কাছেই তিনি একেবারে ভিন্ন মানুষ। কেউই জানে না অন্য স্ত্রীর অস্তিত্বের কথা। তবে একজন জানে সব—আব্বাসের ট্রাকের সহকারী সেলিম।
ট্রেলারে দেখা যায়, আব্বাস যখন অষ্টম বিয়েটা করে ফেলেন, তখনই ঘটতে থাকে বিপত্তি। সেই বিয়ে যেন হয়ে দাঁড়ায় তার জীবনের মোড় ঘোরানো এক ঘটনা। এরপর শুরু হয় ঘটনার ঘনঘটা—আব্বাস কি শেষমেশ সব কিছুর জট খুলে বেরিয়ে আসতে পারবেন?
এই সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের সঙ্গে আছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই তুলে ধরেছেন একেকটি স্ত্রীর আলাদা গল্প, আবেগ ও দৃষ্টিভঙ্গি।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকে।
ধারাবাহিক প্রেম, প্রতারণা ও পরিচয়ের জটিল গল্প নিয়ে নির্মিত এই সিরিজ ঈদ বিনোদনে ভিন্ন স্বাদ যোগ করবে বলেই ধারণা করছেন অনেকে।
সা/ই