ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জার্মানির হামবুর্গে ছুরি হামলায় ১৮ জন আহত, এক নারী আটক

প্রকাশিত: ১৩:২৬, ২৪ মে ২০২৫; আপডেট: ১৩:৩০, ২৪ মে ২০২৫

জার্মানির হামবুর্গে ছুরি হামলায় ১৮ জন আহত, এক নারী আটক

ছবিঃ সংগৃহীত

জার্মানির হামবুর্গ শহরের কেন্দ্রীয় রেলস্টেশনে এক ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৬:০০) হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে আটক করেছে এবং বড় পরিসরে অভিযান পরিচালনা করেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের জীবনসংশয় রয়েছে। হামলার পরপরই ওই নারীকে গ্রেফতার করা হয় এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ সাংবাদিকদের জানান, তারা মনে করছেন হামলাকারী একা কাজ করেছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বরং ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক সংকটে ছিলেন। পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগ এ ঘটনার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

হামলাটি প্ল্যাটফর্ম ১৩ এবং ১৪-র মাঝখানে ঘটে, যেখানে একটি ট্রেন তখন অবস্থান করছিল। স্থানটি একটি ব্যস্ত প্রধান সড়ক থেকেও প্রবেশযোগ্য। খবর অনুযায়ী, কিছু আহতকে ট্রেনের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই হামলাকে "বিস্ময়কর" বলে আখ্যায়িত করেন এবং দ্রুত সহায়তার জন্য জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, প্রচুর সংখ্যক পুলিশ ও অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে, এবং প্ল্যাটফর্ম ১৩ ও ১৪ আংশিকভাবে ব্যারিকেড দিয়ে ঘেরা। এক ছবিতে দেখা যায়, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। এক ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন নারীকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ গাড়িতে তোলা হচ্ছে।

ডয়চে বান (জার্মান রেল অপারেটর) জানিয়েছে, চারটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত বা মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির ব্যস্ততম পরিবহন কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন প্রায় ৫,৫০,০০০ যাত্রী যাতায়াত করেন। শুক্রবারের সন্ধ্যা সাধারণত সেখানে ভিড় থাকে।

সূত্রঃ বিবিসি 

নোভা

×