
ছবি: সংগৃহীত
গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) শনিবার কচ্ছ সীমান্ত জেলার এক ২৮ বছর বয়সী স্বাস্থ্যকর্মীকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে। গত আট মাসে গুজরাটে এ ধরনের এটি তৃতীয় গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাহদেবসিং দীপুভা গোহিল, একজন চুক্তিভিত্তিক বহুমুখী স্বাস্থ্যকর্মী (MPH) হিসেবে মাতানামাধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন।
এটিএসের অভিযোগ, গোহিল সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং ভারতীয় নৌবাহিনীর সংবেদনশীল ছবি ও ভিডিও একজন ‘আদিতি ভারতদ্বাজ’ নামের ব্যক্তির কাছে পাঠাতেন, যিনি মূলত একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এটিএস-এর এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক মাসগুলোতে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে—পাকিস্তানি এজেন্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে ভারতীয় নাগরিকদের ফাঁদে ফেলছে এবং গোপন তথ্য সংগ্রহ করছে।
শহীদ