ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেতা মুকুল দেব আর নেই

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ২৪ মে ২০২৫

অভিনেতা মুকুল দেব আর নেই

মুকুল দেব

বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিল বলিউড অভিনেতা মুকুল দেব। এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারও সঙ্গে দেখা করত না। গেল কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তাকে রাখা হয়েছিল আইসিইউতে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৫৪ বছরের এই অভিনেতা।  মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ‘সন অব সর্দার’ সিনেমার সহশিল্পী বিধু দাড়া সিং। তিনি বলেন, বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল।

এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারও সঙ্গে দেখা করত না। কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তার ভাই এবং তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। সে একজন অসাধারণ মানুষ ছিল, আমরা সবাই তাকে মিস করব। ১৯৯৬ সালে চলচ্চিত্রে নাম লেখান মুকুল। তার অভিনীত প্রথম সিনেমা ‘দস্তক’। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ও ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশকিছু ভারতীয় বাংলা সিনেমাতেও খল নায়কের চরিত্রে দেখা গেছে মুকুলকে।

×