ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কাজের মাঝেই থাকতে ভালোবাসেন আবুল হায়াত

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ২৪ মে ২০২৫

কাজের মাঝেই থাকতে ভালোবাসেন আবুল হায়াত

আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত এই সময়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। কাজের মাঝেই থাকতে ভালোবাসেন তিনি। বিটিভির প্রযোজনায় ‘তিন পুরুষের গল্প’ নাটকের কাজ শেষ করেছেন। ‘চলো হারিয়ে যাই’ নাটকের কাজ শেষ করেন। এরপর রবীন্দ্রনাথের গল্প নিয়ে আবুল হায়াতের নাট্যরূপে তারই পরিচালনায় তিনি অভিনয় করেন ‘সম্পত্তি সমর্পণ’ নাটকে। চট্টগ্রামের বিটিভির কেন্দ্রর জন্য অভিনয় করেন তারই রচিত নাটক ‘রঞ্জিত গোধূলী’তে। আখতার ফেরদৌস রানার পরিচালনায় ‘পাতক’ নাটকের কাজ শেষ করেন।

এরপর ভিকি জাহেদের নির্দেশনায় ‘সিন্দুক’ নাটকের কাজ শেষ করেন। আজ রবিবার থেকে রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাট্যরূপে ও নির্দেশনায় নির্মিত হবে ‘লেখক’ নাটকটি। পরে তিনি পরপর তিনটি বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নিবেন। এরমধ্যে দুটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যাটারির বিজ্ঞাপন ও অন্য একটি হচ্ছে মেডিকেয়ারের বিজ্ঞাপন। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন। নিজের কাজ, আবুল হায়াত বলেন, আলহামদুলিল্লাহ শরীর টা আগের চেয়ে বেশ ভালো আছে বিধায় বেশ আগ্রহ নিয়ে কাজ করছি। ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম যখন যেখানে শূটিংয়ের প্রয়োজনে যেতে হচ্ছে যাচ্ছি। বেশ ভালো সময় কাটছে আমার।

কাজের মধ্যে থাকতেই আসলে বেশি ভালো লাগে। আর যেহেতু মাঝে মাঝে আমাকেই নাট্যরূপ করতে হচ্ছে আমাকেই নির্দেশনা দিতে হচ্ছে, তাই নিজের ভেতর ভালো লাগাও কাজ করছে ভীষণ। সত্যি বলতে কী শিল্পীরতো আসলে অবসর নেই। শিল্পী আমৃত্যু কাজ করতে চায়, ক্যামেরার সামনে থেকে কাজটা করে যেতে চায়। আমিও একজন শিল্পী। আমি অভিনয় করতেই বেশি ভালোবাসি। বিগত কিছুদিনে অনেক কাজ করেছি, তাই ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগছে আজীবন সম্মাননাপ্রাপ্তিতে। আরও অনেক বেশি অনুপ্রেরণা পেলাম। আমাকে যে আরও ভালো ভালো কিছু কাজ করে যেতে হবে তা নতুন করে অনুভব করছি।

×