
‘আলী’ চলচ্চিত্রের পোস্টার
ফ্রান্সের দক্ষিণে মনোরম উপকূলীয় শহরে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল শনিবার রাতে। উৎসবের প্রাণকেন্দ্র পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১২ দিনের এ আয়োজনের সমাপ্তি ঘটে। খ্যাতিমান নির্মাতাদের নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, লালগালিচার জৌলুস, মার্শে দ্য ফিল্মে চলচ্চিত্র প্রকল্প বেচাকেনাসহ হরেক রকম আয়োজন ছিল এবারের উৎসবে।
প্রতিবারের মতো মূল প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছিল একটি করে স্বর্ণপাম। আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’র ভাগ্যে স্বল্পদৈর্ঘ্যরে স্বর্ণপাম আছে কিনা সেদিকে কৌতূহলী বাংলাদেশি দর্শক। অবশ্য কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছে ‘আলী’। পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় ও বাজিন থিয়েটারে দুপুর ১টায় প্রদর্শিত হয়েছে ৭৮তম কান উৎসবে নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
‘আলী’ চলচ্চিত্র প্রদর্শনীতে আদনান আল রাজীবের সঙ্গে ছিলেন ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যরে ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো পরিচালিত ‘আগাপিতো’ ছবির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে ‘আলী’সহ তার দুটি ছবি প্রতিযোগিতায় রয়েছে। কানের ইতিহাসে বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই।