ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

’ভাইকে খুব মিস করব’ — মুকুলের মৃত্যু নিয়ে রাহুল দেবের আবেগঘন পোস্ট

প্রকাশিত: ২২:৩৭, ২৪ মে ২০২৫

’ভাইকে খুব মিস করব’ — মুকুলের মৃত্যু নিয়ে রাহুল দেবের আবেগঘন পোস্ট

সংগৃহীত

প্রখ্যাত বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) নয়াদিল্লিতে শেষ স্থান ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মুকুল, ছিলেন আইসিইউতে ভর্তি। তাঁর মৃত্যু সংবাদ শনিবার (২৪ মে) প্রকাশ করা হয়।

মুকুলের মৃত্যু সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ‘সন অব সর্দার’ সিনেমায় তাঁর সহ-অভিনেতা বিন্দু দারা শিং। মৃত্যুর পরপরই শুরু হয় নানা গুঞ্জন এই মৃত্যু স্বাভাবিক ছিল কি না, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। পরে মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন।

রাহুল লিখেছেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তাঁর কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন। আমাদের ভাইবোন রশমি, আমি এবং আমার ছেলে সিদ্ধান্ত তাঁকে গভীরভাবে স্মরণ করব। দিল্লিতে বিকেল ৫টায় তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।”

মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অভিনেতা মনোজ বাজপেয়ী, দীপশিখা নাগপাল, বিন্দু দারা সিংসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল দেব। এরপর একাধিক জনপ্রিয় হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণী সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’ প্রভৃতি।

টেলিভিশনেও মুকুল তার পরিচিত মুখ। ‘ঘরওয়ালি উপরওয়ালি’ ‘কাহানি ঘর ঘর কি’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এছাড়াও বাংলা সিনেমায়ও খল চরিত্রে দেখা গেছে তাঁকে, যার মধ্যে অন্যতম ছিল জিৎ অভিনীত ‘আওয়ারা’।

মুকুল দেবের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন একজন দক্ষ ও বহুমুখী প্রতিভাবান অভিনেতাকে হারালো এমনটাই মত সিনেপ্রেমীদের।

হ্যাপী

×