ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ছবিতেই ধরা পড়ল ‘বেবি বাম্প’! ফের অন্তঃসত্ত্বা আলিয়া?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২৪ মে ২০২৫

ছবিতেই ধরা পড়ল ‘বেবি বাম্প’! ফের অন্তঃসত্ত্বা আলিয়া?

ছবি: সংগৃহীত

বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট ইতিমধ্যেই এক কন্যাসন্তানের অভিভাবক। তাঁদের মেয়ের নাম রাহা কাপুর। এবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আলিয়ার উপস্থিতির পর ফের শুরু হয়েছে জল্পনা। তিনি কি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা?

কান চলচ্চিত্র উৎসব শুরুর পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন আলিয়া ভাট কোথায়? অবশেষে গত শুক্রবার কানের রেড কার্পেটে অভিষেক করলেন বলিউড অভিনেত্রী।

এখন পর্যন্ত দু’টি পোশাকে তাঁকে দেখা গিয়েছে। প্রথমবার গোলাপি করসেট গাউন এবং পরবর্তীতে L’Oréal Paris–এর ‘লাইটস অন ওমেনস ওর্থ’ ইভেন্টে তিনি বেছে নিয়েছিলেন একটি আরমানি প্রাইভ (Armani Privé) গাউন। আর এই দ্বিতীয় লুক প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু, আবারও কি অন্তঃসত্ত্বা আলিয়া?

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘কয়েকটা অ্যাঙ্গেল থেকে তাঁকে গর্ভবতী দেখাচ্ছে।’’ আরেকজনের বক্তব্য, ‘‘আমারও মনে হচ্ছে উনি আবার অন্তঃসত্ত্বা।’’ কেউ আবার লিখেছেন, ‘‘আলিয়া আবার গর্ভবতী? খুব মিষ্টি লাগছে।’’

তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে রণবীর বা আলিয়া কেউই মুখ খোলেননি। যদিও একটি পডকাস্টে আলিয়া ভাট জানিয়েছিলেন, কন্যা রাহার নামের সঙ্গে মিলিয়ে একটি পুত্রসন্তানের নাম আগেই ঠিক করে রেখেছেন তিনি।

শহীদ

×