ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণির ছাত্রী তানিশার

রানা মন্ডল, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

প্রকাশিত: ২৩:২৮, ২৪ মে ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণির ছাত্রী তানিশার

ছ‌বি: প্রতীকী

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তাবাসসুম আক্তার তানিশা (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তানিশা বরুকা কোনাপাড়া গ্রামের বাসিন্দা তারা মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানিশা প্রতিদিনের মতো ক্লাস শেষে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির যানবাহন তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই করুণ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকেই এমন হৃদয়বিদারক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বিদ্যালয়ের সামনে দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

এম.কে.

×