ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ৫ সেকেন্ডে খুঁজে বের করুন কুকুরটিকে! ৯৯% মানুষই ব্যর্থ! আপনি পারবেন?

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ মে ২০২৫; আপডেট: ১৭:৫৬, ২৪ মে ২০২৫

মাত্র ৫ সেকেন্ডে খুঁজে বের করুন কুকুরটিকে! ৯৯% মানুষই ব্যর্থ! আপনি পারবেন?

অপটিক্যাল ইলিউশনের দুনিয়ায় প্রতিদিনই আসে নতুন সব চ্যালেঞ্জ। আজকের ছবিটি যেন আরও একটু কঠিন! একটি অগোছালো বিছানার ছবির মধ্যে কোথাও এক জায়গায় লুকিয়ে আছে একটি কুকুর। চ্যালেঞ্জটি হচ্ছে, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে সেই কুকুরটিকে খুঁজে বের করা।

ছবিটি দেখলেই মনে হবে এটা তো শুধু একটি এলোমেলো বিছানার ছবি! কিন্তু না, মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন, কুকুরটি ঠিক কোথায় লুকিয়ে রয়েছে।

এই ধরনের অপটিক্যাল ইলিউশন শুধু চোখের পরীক্ষাই নয়, বুদ্ধিরও পরীক্ষা। তাই আপনি যদি এই কুকুরটিকে দ্রুত খুঁজে বের করতে পারেন, তা হলে নিঃসন্দেহে বলা যায় আপনার আইকিউ ১০০-এর কাছাকাছি। আর যদি ১০ সেকেন্ড সময় নেন, তাহলেও আপনার আইকিউ ৮০-এর কম নয়। তবে সময়ের বাইরে গিয়ে খোঁজার মানেই হল আপনি এই ব্রেইন গেমে পিছিয়ে।

এই ধরনের ছবি দেখে যেমন মন খুলে যায়, তেমনই মস্তিষ্কের ব্যায়ামও হয়ে যায় ভালভাবে। তা ছাড়া, মজাও তো পাওয়া যায় ঢের! তাই আর দেরি না করে দেখে ফেলুন ছবিটি এবং নিজেই যাচাই করে নিন আপনি কতটা ‘স্পট অন’!

ছবির উত্তর:

যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন, চিন্তার কিছু নেই। ছবিটির মাঝামাঝি জায়গায়, একটু ধূসর এবং সাদা রঙের মাঝে মিশে আছে কুকুরটি। মনে হচ্ছে যেন সে একটি পাথরের উপর বসে আছে, ঠিক জলজ দৃশ্যের মতো!

এই ধরনের অপটিক্যাল ইলিউশন আমাদের মনোসংযোগ, পর্যবেক্ষণ ক্ষমতা এবং ধৈর্য কতটা, তা যাচাই করার এক দুর্দান্ত উপায়। তবে সবসময় এর মাধ্যমে আইকিউ পরিমাপ একেবারে নিখুঁত হয় না, বরং এটি একটি মজাদার ও শিক্ষণীয় খেলা হিসেবেই গ্রহণযোগ্য।

মিমিয়া

×