ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ইকবালের অতিথি ফাতেমা তুজ জোহরা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ২৩ মে ২০২৫

ইকবালের অতিথি ফাতেমা তুজ জোহরা

ইকবালের অতিথি ফাতেমা তুজ জোহরা

কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ষষ্ঠ পর্বে অতিথি হয়ে আসছেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। যে পর্বে উঠে আসবে তার জীবনের নানা অজানা কথা।

এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় পর্বটি প্রচার হবে আগামীকাল রবিবার রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যেতে। আশা করি আমাদের চেষ্টা সফল হবে।

×